পাভেল আমান
স্বাধীনতা মানে নতুন স্বপ্ন দেখা
স্বাধীনতা মানে আপন ভাগ্য লেখা
স্বাধীনতা মানে সকলকে নিয়ে চলা
স্বাধীনতা মানে প্রাণ খুলে কথা বলা।
স্বাধীনতা মানে দেশের প্রতি ভালোবাসা
স্বাধীনতা মানে জমানো একরাশ প্রত্যাশা
স্বাধীনতা মানে নিজের প্রতি বিশ্বাস
স্বাধীনতা মানে আনন্দ আর উচ্ছ্বাস।
স্বাধীনতা মানে সাম্য চেতনার সম্প্রীতি
স্বাধীনতা মানে অমলিন বন্ধুত্বের প্রীতি
স্বাধীনতা মানে লক্ষ্য পূরণের অঙ্গীকার
স্বাধীনতা মানে অর্জিত নিজ অধিকার।
স্বাধীনতা মানে নতুন দিনের সুচনা
স্বাধীনতা মানে সবার চির উন্মাদনা
স্বাধীনতা মানে সৃষ্টি নিয়ে বেঁচে থাকা
স্বাধীনতা মানে আপন রঙে ছবি আঁকা।
স্বাধীনতা মানে একসাথে মিলিত হওয়া
স্বাধীনতা মানে দুঃখ যাতন নিরবে সওয়া
স্বাধীনতা মানে বিবেক চেতনার জাগরণ
স্বাধীনতা মানে আদর্শকে আত্মস্থ করণ।
============
পাভেল আমান -হরিহর পাড়া -মুর্শিদাবাদ
No comments:
Post a Comment