আবৃত্তির কবিতা ।। আকাশ চোর ।। রতন তনু ঘাঁটি ।। lyrics লিরিক্স আকাশ চোর রতন তনু ঘাঁটি পরীক্ষা শেষ এবার হাতে মাস খানেকের ছুটি বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি আমি বললাম, না না বাপি উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্দুর কোথায় সেটি, বাবা বললেন, বল না দেখি খুঁজে আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম বাবা বললেন, ওহ সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি! বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো, শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দু'ভাই বোনে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুংকুরে বোন বলল, নদী পেরোনো হাটু ভর্তি কাদা? আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে আমি তখন থাকব ডুবে ফেলুদা শঙ্কুতে অনেক টানাপড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসেআসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।