ফিশ ফিশ কথা রঞ্জিত বিশ্বাস নদীতে স্নান করতে এসে উঠছি আমি হেসে, মাছের মধ্যে চলছে কথা আসছে কানে ভেসে। চিতল বললো পুঁচকে পুঁটি ছিঁড়ে নেবো টুঁটি, আবার যদি ধরতে আসিস আমার কোন ত্রুটি। ফলুই বললো আরে ল্যাটা বড লোকের ব্যাটা, সবাই জানে মাছের মধ্যে তুই তো একটা ন্যাটা। মৃগেল বললো হ্যালো কাতলা তুই তো একটা দাঁতলা, ভুঁড়ি কমাতে তুই খাবি খাদ্য হাল্কা পাতলা। মাগুর বললো ওরে বাটা কপালটা তোর ফাটা, হিসাব কষে দেখলাম আমি তুই তো আস্ত পাঁঠা। ------------- চাঁদপুর,নদীয়া ,পঃবঃ,,ভারত পেশাঃ শিক্ষকতা ফোন নংঃ 7908074219
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।