প্রসঙ্গ : রাম সীতা দীপক পাল পদ্ম পুরাণে রাবণ বধের পর আরম্ভ এবং পূর্বের ঘটনা ডায়েরির মত দিন-ক্ষণ দিয়ে লেখা । রাম যখন জনক রাজার গৃহে হরধনু ভঙ্গ করেন তখন তাঁর বয়স ১৫ বছর । সীতা তার চেয়ে ৯ বছর ছোট , তাঁর বয়স তখন ৬ বছর । বিবাহের পর ১২ বছর তাঁরা অযোধ্যায় সুখে বাস করেন । বন গমনের সময় রামের বয়স ২৭ ও সীতা ১৮ বছরের তরুণী । ১৩ বছর বনবাসের পর রাবণ সীতা হরণ করেন মাঘ মাসের কৃষ্ণা অষ্টমীর বিন্দু মুহূর্তে । সীতার বয়স তখন ৩১, অর্থাৎ রামের বয়স ৪০ বৎসর । দশমাস পরে সীতার সন্ধান পাওয়া যায় জটায়ুর বড় ভাই সম্পাতির কাছে । সেদিন ছিল অগ্রহায়ন মাসের শুক্লা নবমী । লঙ্কায় গিয়ে হনুমান সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসার পরে অষ্টমীর বিজয় মুহূর্তে রামচন্দ্র যুদ্ধ যাত্রা শুরু করেন । অমাবস্যা পর্য্যন্ত তাঁরা সমুদ্র তীরে শিবির করে বাস করেন । পৌষ মাসের শুক্লা দশমী থেকে ত্রয়োদশী পর্য্যন্ত সেতু ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।