👉 প্রত্যেক কবির 1-2টি কবিতা (মোট সর্বোচ্চ 22 লাইন) ছাপা হবে। সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি ছাপা হবে । 👉 শতাধিক কবির কবিতা সংকলিত হবে। 👉 বইটি হবে ৮-১০ ফর্মার বোর্ড বাইন্ডিং। 👉 বইটির মূল্য হবে আনুমানিক 160 টাকা। কবিকে শুধুমাত্র বইটি কিনে নিতে হবে। আর অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। কবিতা মনোনীত হলে মূল্য অগ্রিম পাঠাতে হবে। 👉 কলকাতার কলেজস্ট্রিটের ইউনিভার্সিটি ইন্সটিটিউট (অ্যানেক্স) হলে নবপ্রভাতের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে (২/৭ অক্টোবর ২০১৮) গ্রন্থটি কবিদের হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় কবিকে রেজিঃ পোস্টের খরচ বহন করতে হবে। 👉 প্রত্যেকে 4/5টি বাছাই কবিতা পাঠান (সঙ্গে দিন সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি)। অপ্রকাশিত এবং কোনো পত্রিকাতে প্রকাশিত লেখা পাঠানো যাবে। তবে কোনো কাব্য সংকলনে প্রকাশিত লেখা পাঠাবেন না। 👉 লেখা পাঠানোর দু'চার দিনের মধ্যে মনোনয়ন সংবাদ জানানো হবে। 👉 আগে আসার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। 👉 লেখা পাঠানোর ঠিকানা: নিরাশাহরণ নস্কর, ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।