পঞ্চকল্প (৫টি কবিতা) ।। সুপ্রভাত মেট্যা চাঁইদূর্গঢেলা থেকে বিকেল ক্রমশ ধুলোমাখা পাতা থেকে আলো সরিয়ে নিয়ে গিয়ে হালকা হয়ে আসছে। হলুদ রোদ ফ্যাকাশে আশায় স্বপ্ন শূন্য..... নীরব কলোনীর চাঁইদূর্গঢেলা থেকে গড়িয়ে নামছে প্রেম। বাদাম খোলায় ছাড়ানো সোহাগের অনুভূতি হাত তখনও স্পষ্ট। তখনও অতীতের অতিবাহি রাত স্মৃতি হাতড়ে হাতড়ে তার কলঙ্কের চাঁদ উঠলে তবে, শব্দ আর সন্ধিস্বরের অক্ষরেরা মৃদু যুক্ত হয়, এবং কখন একটা পংক্তি গঠনের সন্তান, দারুণ আনন্দের দিকে ছুটে যায়! ঈশ্বর মানি জন্ম বড় সহজ; তবে পালন, কর্তব্যলিখনে এতো কঠিন যে শব্দেরা পংক্তি হারিয়ে কখন একা হয়ে যায়! যেকোনও চলে যাওয়ার আগে খোলা আকাশের নীচে ফসল ফলিয়ে সুন্দর যাওয়াটাই ভাল। কারন আমরা জানি, যেভাবে শ্রাবণ শেষে তারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটার লাইট নিভিয়ে দেয় কোনও এক গ্রামীণ কিশোর; ঠিক সেইভাবে যাওয়া- হঠাৎই মাটিতে মিশে যাওয়া আমাদের। সর্বোপরি অদৃশ্যের উপর নির্দেশিকা থেকে যে হাত, বাড়িয়ে বাঁচার ছায়া, আয়ু সংযোজনের রেখা তৈরি করে আমরা তাকেই তো ঈশ্বর মানি, তাই না? দুগ্ধজল হৃদয় গলতে শুরু করলে তুমি এসে দুগ্ধজল ধোও। আমা...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।