'শিক্ষা ও শিক্ষক' বিষয়ক গুচ্ছকবিতা || শিশির আজম
যে প্রশ্নের উত্তর শিক্ষক জানেন না
♦
আমার একটা গ্রাম আছে
গ্রামের স্কুলে
ছোট ছোট ছেলেমেয়েদের আমি পড়াই
আচ্ছা আমার গ্রাম তো আমার দেশেরই অংশ
আর আমি অংশ আমার গ্রামের
মানে এমনটাই তো ওদের আমি পড়াই
আর আঁকা শেখাই
ছেলেমেয়েরা জিগ্যেস করে
আমাদের এই দেশটা কীসের অংশ
বলুন তো কী উত্তর দিই :
জাতিসংঘের
বিশ্বব্যাংকের
না কি হোয়াইট হাউসের
যে মেয়ে অংকে কাঁচা
♦
মেয়েটিকে আমি অংক শেখাই
অংকে আসলে ও খুবই কাঁচা
'যদি তুমি আরও মনোযোগি না হও
আরও চেষ্টা না করো
নির্ঘাত পরীক্ষায় তুমি ডাব্বা মারবে'
ওকে আমি বকা দিই
ওকে আমি বোঝাই
'সামনে তুমি আরও ওপরের ক্লাসে উঠবে
সে কারণে অংকে তোমার আরেকটু ভাল করা উচিৎ
অংকের প্রাথমিক ধারণাগুলো অন্তত
তোমার জানা দরকার'
'অংকে কাঁচা থেকেও আমি কি যথেষ্ট বড় হয়ে উঠিনি
আমি কি দেখতে যথেষ্ট মিষ্টি হয়ে উঠিনি
কেন আমি অংকের জাহাজ হতে যাবো
আপনি আমাকে শেখান
কিন্তু আমার শেখার দরকার নেই'
চিৎকার করে মেয়েটি
চোখ ছলছল
চোখে জল না আগুন
কোন বইরেই বেশি দিন বাঁচায়ে রাখবার দরকার নাই
♦
টেবিলের আলোয় ছড়ানো রইছে বইগুলা
এগুলা খুবই দরকারী
কিন্তু এখন আমার জন্য তেমন কাজের না
দীর্ঘ অরণ্যের ভিত্রে সংরক্ষণবাদের তোয়াক্কা না কইরা
সূর্য হাইটা বেড়াইতেছে আমি দেখতেছি
এদিকে এই বইগুলা আমারে ছাড়তেছে না
কিন্তু এগুলা ছাড়াই আমি পৌছাতে চাই সূর্যের কাছে
এখন
যা আমারে করতে হইবো
তা হইলো
বইগুলারে জাস্ট গিল্লা ফেলা হাড়মাংস সমেত
আর হজম করা
এইটা এশিয়র করা
যেন এগুলা
আমার ওপ্রে খবরদারি না করে
কন্যার অসম্পূর্ণ শিক্ষা
♦
লিখুন আমার কন্যার বয়স
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
অথবা ১৫
অথবা
২৫
অথবা
৩৫
আমি ওকে বড় করেছি
সুখে
স্বপ্নে
ভালোবাসায়
বাড়িতে ও কতো কিছুই না করে
আঁকে
বাবাকে বকে
স্কুলে ও শিখেছে স্বাস্থ্যবিজ্ঞান
হায় আমরা তো ওকে শেখাইনি
ধর্ষণ কী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শিশির আজম
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭
ফেসবুক লিংক :
mail : shishir01978@gmail.com
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)
প্রবন্ধ :
কবির কুয়াশা (২০২৫)
Comments
Post a Comment