চৌধুরী আব্দুল হাই
মনের পর্দায় দেখি এক দেবমূর্তি,
কাশফুলের মত আলোর রোশনাই,
সেলুলয়েডে প্রতিচ্ছবি,
দাঁড়িয়ে আছেন
সত্তর দশকের আল ধরে; সেই সৌম্য ।
মাথায় টুপি, হাতে মলিন ছাতা,
ঠিক সময়ে পৌঁছে গেছেন প্রথম ক্লাশে,
তাঁর চোখে 'কবর' পড়ানোর আবৃত্তির সময়
জল পড়ছে --- সে-ই রাজ্জাক স্যার ।
=========
চৌধুরী আব্দুল হাই
সোনারগাঁও, পোষ্ট কোড ১৪৪১
চৌধুরী আব্দুল হাই
সোনারগাঁও, পোষ্ট কোড ১৪৪১

Comments
Post a Comment