জীবনের প্রথম শিক্ষক মাকে নিয়ে কবিতা
আদি শিক্ষক
বিবেকানন্দ নস্কর
মায়ের ঠোঁট থেকে পেয়েছি বর্ণ
স্পর্শ দিয়েছে অনুভূতি
মাতৃ দৃষ্টি দু'চোখ এঁকেছে
শরীরে মায়ের দ্যুতি।
পথচলা শেখা, হাঁটি হাঁটি পা
শিরদাঁড়াতে টান
নির্ভীকতার প্রতীক যে মা
বিপদেও আগুয়ান।
আদি শিক্ষক, অনন্ত কাল
মায়ের উপরে নির্ভর
যাপন আপন তাপন জীবন
সে আমার পরিসর।
প্রথম গুরু, প্রথম মন্ত্র
আজন্ম মাতৃঋণ
রাত্রি যন্ত্রণা মুছে নিয়ে আসে
একটি আলোর দিন।
=====================
বিবেকানন্দ নস্কর
সন্তোষ পুর
ফলতা
দ: ২৪পরগনা
Comments
Post a Comment