জীবনের প্রথম ও প্রধান শিক্ষক 'মা'কে নিয়ে কবিতা
"তুমিই যেন শুধু "
~ পাপু মজুমদার
তুমি পথের দিশারী
তুমি গুরু
তোমার হাতেই আমাদের
আলোর দিকে যাত্রা শুরু!
তুমি ঠিকই যেন
মোমের মতো
অক্লান্ত পরিশ্রম করতে থাকো
শুধুমাত্র আমাদের জন্য ।
তুমি জননী
তুমি স্রষ্টা,
তোমার থেকেই
আমাদের পরিচিতি
তুমি কখনো মমতাময়ী,
কখনোবা রণংদেহী মূর্তি
অসংখ্য দায়িত্ব সামলেও
তুমি আজও চেয়ে আছো
আমাদের জীবন গল্পের দিকে!
জীবনে হয়তো অনেক
পথপ্রদর্শক পেয়েছি
তবে
সবার উপরে তুমি ।
তুমিই প্রথম
তুমিই শেষ
ভালোবাসা, শ্রদ্ধার
একমাত্র আধার তুমি,
তুমিই এ জীবন পথের
সুদূর যাত্রার
মূল কাণ্ডারি
তুমি যে 'মা'....
এ জগতে
তুমিই যেন শুধু তোমার তুলনা !
"""""""""""""""""""
পাপু মজুমদার
নগাঁও অসম

Comments
Post a Comment