কার্ত্তিক মণ্ডল
শিক্ষক কথার অর্থ বোঝে কয়জনা
শিশুদের বুকে টানে আর দেয় সান্ত্বনা
শিক্ষক মানে শুধু জ্ঞানী হওয়া নয়
আদর্শ নির্মল বারি শুদ্ধতার পরিচয়
সময় ধারার সাথে ধাবমান তিনি
সমাজ কল্যাণকারী এই নামে চিনি
শিক্ষক হবেন শান্ত সুললিত নদী ধারা
তাঁর ছায়া তলে পল্লবিত ছোটচারা
তিনি সৎ মৃদুভাষী আনন্দ সুর ও তান
মাটির ঢেলার পুতুল গড়বেন আপ্রাণ।
সমাজ ধারক বাহক উদ্দীপ্ত অংশুমালী
তাঁর কিরণ ছটায় ঘুচে মনের কালি
ঘৃণা অস্পৃশ্যতা যত বিভেদ ধনী গরীব
দূর করবেন তিনি রাজা প্রজা মনিব
তাঁর স্নিগ্ধ ছোঁয়ায় পৃথিবী নির্মল ঋদ্ধ
তিনি হোক পথিকৃৎ শিক্ষক ত্যাগই বুদ্ধ
সমাজ জাগ্রত হোক যাক সব দলাদলি
বিনম্র চিত্তে শিক্ষক দিবসে একথা বলি
Comments
Post a Comment