শিক্ষক মানে
রাফেল ইসলাম
শিক্ষক মানে বুকে টেনে
দুর্দিনে দুঃখ ভোলান,
শিক্ষক মানে আন্তরিকতায়
শিক্ষা করেন দান।
শিক্ষক মানে বিদ্যা দিয়ে
আঁধার দূর করে,
শিক্ষক মানে স্নেহের পরশে
ছাত্র জীবন ভরে।
শিক্ষক মানে আদর্শের উৎসাহে
মেলে ভবিষ্যতের দিশা,
শিক্ষক মানে দরদ দিয়ে
বাঁচিয়ে রাখে আশা।
শিক্ষক মানে গ্রীষ্মের দিনে
মস্ত বটের ছায়া,
শিক্ষক মানে নিবিড় ভালবাসার
শান্ত ঊষার মায়া।
শিক্ষক মানে জ্ঞানের আলোয়
সমাজ গড়ে তোলে,
শিক্ষক মানে সঠিক পথের
মূল দুয়ার খোলে।।
=============
নাম-রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া (বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.
Comments
Post a Comment