টেলিপ্যাথি না প্রেম
অরূপ পান্তী
ডাকলেই চলে আসো হোয়াটসঅ্যাপে
আমি কথা বলি কবিতা শুনি
লিখি ওই মুঠোফোন
ফোনের আশা না করে চুপ থাকি।
দেখি হঠাৎ করে তোমার কবিতা ভাসে
আমার মুখ খুব উজ্জ্বল হয়ে ওঠে
আমার বুক ফুলে যায়, অথচ তুমি জানো না।
ভাবছি আর ভাবছি, নোটিফিকেশন বারে
ভেসে উঠলো খেয়েছ? কি করছো?
উত্তর দেওয়া গেল না, হাত জোড়া
লাঞ্চ শেষে লিখলাম, এইতো খেলাম।
এভাবে কেটে যায় দীর্ঘক্ষণ
আমারও মনে পড়লেই দেখি তুমি অনলাইন
হোয়াটসঅ্যাপে স্টিকার, হাসিমুখ
জানি না একে কি বলে!
### ### ###

Comments
Post a Comment