পরশ দোলে মনে
শাহীন খান
শরৎ এলো শান্ত দিঘির জলে
এলো সে যে কবির হিয়া তলে।
নদী কূলে কাশ ফুটে রয় কি যে
তাই দেখে গো উদাস হলাম নিজে।
ঝিরিঝিরি বইতে থাকে বাতাস
সাদা মেঘে হাসছে যেন আকাশ।
ঝিলিক মেরে সূর্য ছড়ায় আলো
খানিক বাদে বৃষ্টি ছড়ায় কালো!
হাঁসরা খেলে পুকুর -খালে খেলা
দীঘি পাড়ে পাখপাখালির মেলা।
পাল উড়িয়ে নৌকা চলে দূরে
বটের ছায়ে বাঁশি বাজে সুরে।
তাল পাকারই গরম পড়ে নিতি
বাউল গানে জাগায় মনে ভীতি!
শিউলি ফোটে বকুল ফোটে বনে
ভালো লাগার পরশ দোলে মনে।
।।।।।।।।।।।।।।।।
শাহীন খান
বানারীপাড়া
বরিশাল
বাংলাদেশ।
Comments
Post a Comment