গুচ্ছকবিতা ।। অভিজিৎ হালদার
আলোর দিশারি
শিক্ষক তুমি অন্ধকারে আলো,
তুমি পথ দেখাও অচেনা কালো।
ছাত্রের চোখে স্বপ্নের বাতি,
তুমি জ্বালাও প্রতিদিন রাতে।
তোমার কথায় জেগে ওঠে প্রাণ,
পথ চলা শিখি, মুছে যায় জ্ঞানহীন ধ্যান।
তুমি হৃদয়ের দর্পণ স্বচ্ছ,
যত শিখি ততই হই স্পষ্ট।
ছাত্র যদি হয় কচি চারাগাছ,
শিক্ষক তারে দেন শেকড়ের রস।
শক্তি জোগাও, ভরাও সাহসে,
স্বপ্ন সাজাও অন্তরের গহনে।
তুমি আকাশ, আমরা তার তারা,
তুমি ছাড়া চলতে পারি না সারা।
যতদিন বাঁচি থাকবে মনে,
শিক্ষকের ঋণ লেখা রবে গগনে।
শ্রদ্ধার পাঠশালা
চকের দাগে কালো বোর্ডে,
লিখে চলে শিক্ষক দিনরাতে।
ছাত্র বসে মন ভরে শোনে,
সত্যের পথ শেখে তার সনে।
শ্রদ্ধা আর ভালোবাসার মিলন,
তাতেই গড়ে শিক্ষা ক্ষেত্রের সৃজন।
বইয়ের পাতায় প্রাণের ছোঁয়া,
শিক্ষক দেন জ্ঞানের বীজ বোনা।
ভুল করলে ধমক দেন স্নেহে,
আবার হাসেন বুক ভরা প্রাণে।
ছাত্রের চোখে দেবদূত তুমি,
ভুলের অন্ধকারে করো আলোকধ্বনি।
শিক্ষা নয় কেবল কাগজের লেখা,
শিক্ষক শেখান বাঁচার দেখা।
এই তো জীবনের সত্যি মানে,
ছাত্র–শিক্ষক একসাথে প্রাণে।
ছাত্রের কণ্ঠে গান
শিক্ষক তুমি জীবনের গান,
তুমি দিলে জ্ঞানের দান।
তোমার কাছে ছাত্র ছোট,
তবুও স্বপ্নে আকাশ ছোঁটে।
প্রতিদিন শেখাই নতুন কিছু
আঁধারে আলো, অন্ধকারে যীশু।
তুমি দেখাও কীভাবে হাঁটি,
সাহস নিয়ে স্বপ্ন গাঁথি।
শ্রদ্ধা করি মনের গভীরে,
তুমি আছো চিরকাল স্মৃতির গহীনে।
ভালবাসার মিশ্রণ তুমি,
শিক্ষক মানে আশীর্বাদ ভূমি।
ছাত্রের কণ্ঠে গাই গান,
তুমি ছাড়া অসম্পূর্ণ প্রাণ।
এই পৃথিবীর শ্রেষ্ঠ দান,
শিক্ষক তুমি মহান মহান।
শ্রেণিকক্ষের আঙিনা
সকালের রোদ ঢোকে জানালা বেয়ে
শিক্ষক আসেন হাসি মুখ নিয়ে।
ছাত্ররা বসে শ্রেণির ভেতরে,
শুরু হয় পাঠশালা আনন্দের ভরে।
কালো বোর্ডে সাদা স্বপ্ন আঁকা,
তাতে মেশানো সত্যের দিশা।
প্রশ্ন জাগে মনে মনে,
উত্তর দেন শিক্ষক হেসে হেসে।
কঠিন অঙ্ক, জটিল ভাষা,
সহজ করেন অদ্ভুত আশা।
একেকটি দিন একেকটি পাঠ,
জীবনকে করেন আলোকময় রাত।
ছাত্র-শিক্ষক মিলনমেলা,
অন্তরে জ্বলে জ্ঞানের বেলা।
শ্রেণিকক্ষ তাই মন্দির সমান,
যেখানে শিক্ষক দেবতার প্রাণ।
চিরন্তন সম্পর্ক
শিক্ষক-ছাত্র সম্পর্ক অটুট,
জীবনের পথে বন্ধুত্ব যুক্ত।
তুমি গুরু, আমরা শিষ্য,
তোমার আশীর্বাদে মিলুক দিশা।
তুমি শেখাও মানবতা ধীরে,
তুমি দাও সাহস প্রতিটি ধ্বনিতে।
ছাত্রের হাতে ধরাও কলম,
যেন লিখতে পারি সত্যের মন।
তুমি বলো, "ভুল করলেও শিখবে",
তুমি বলো, "অন্ধকার শেষে জ্বলবে"।
ছাত্র তাই করে প্রতিজ্ঞা,
শিক্ষকের পথে দেবে শ্রদ্ধাঞ্জলি।
এই সম্পর্ক সময়ে ভাঙে না,
ভালোবাসা কালে কালে ম্লান হয় না।
চিরন্তন বাঁধনে বাঁধা প্রাণ,
শিক্ষক-ছাত্র একসাথে মহান।
লেখক পরিচিতি:—
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়, ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোলে অনার্স। বর্তমানে আই.টি.আই এর স্টুডেন্ট।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পত্রপত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ, ব্লগসাইট, ওয়েবসাইট, অনলাইন প্লাটফর্ম, এছাড়া বিভিন্ন ফোরামে। প্রকাশিত বই:- "প্রথম আলো"(২০২১) |
Comments
Post a Comment