বন্ধু সবাই
রাজর্ষি মন্ডল
আমরা তখন কচি কাঁচা
আমরা ফুলের কুঁড়ি
বিদ্যালয়ের এক শ্রেণীতে
পেতাম গুড় আর মুড়ি।
সবাই আমরা বন্ধু সবার
সবাই ভোরের আলো
পড়ার সঙ্গে দৌড়ে বেড়াই
খেলাধূলাই ভালো।
কেউ বা পেতাম শাস্তি শুধু
দুষ্টুমিতেই সেরা
খেলার মাঠে থাকত তারাই
ভালোবাসায় ঘেরা।
কেউ বা আবার পড়াশুনায়
দেখায় দারুণ মন
টিফিনবেলায় লুকোচুরি
কাটত বহুক্ষণ।
কেউ বা সেদিন বিদ্যালয়ে
নয় তো উপস্থিত
মন কেমনের উথাল পাথাল
প্রার্থনা সংগীত।
তা বলে কি নেই তো কিছুই
মান আর অভিমান
ছিল সে সব প্রাণের আরাম
আজকে বেমানান।
====================
MR RAJARSHI MANDAL
LIC OF INDIA
C R AVENUEKOLKATA - 700072
Comments
Post a Comment