শারদ-কবিতা
আলোর বেণু বাজে
দীনেশ সরকার
শারদ প্রাতে নীলাকাশে সূর্যিমামা হাসে
মুক্তোসম হিমের কুচি জমেছে যে ঘাসে।
খালে-বিলে সরোবরে শালুক পদ্ম ফোটে
মধুর লোভে ভ্রমর অলি দলে দলে জোটে।
পালকশুভ্র কাশের বনে মাতাল হাওয়ার দোলা
আগমনি গান ধরেছে বাউল আত্মভোলা।
উঠোন ভরা শিউলি ফুলে, কুড়োয় খোকাখুকি
ঘর দুয়ারে রোদের কণা দিচ্ছে উঁকিঝুঁকি।
ঢ্যাং কুড়া-কুড় ঢাকের বাদ্যি পুজো পুজো গন্ধ
চারিদিকে খুশির হাওয়া মনেতে আনন্দ।
চিন্ময়ী মার মৃণ্ময়ী রূপ দেখবো দু'চোখ ভরে
মায়ের আশিস নেবো ভরে অন্তরে অন্তরে।
আকাশ বাতাস মুখরিত আলোর বেণু বাজে
উড়ু উড়ু মন যে সবার বসছে না আর কাজে।
আলোর রোশনাই মন্ডপেতে পড়ছে কাঠি ঢাকে
ছোটবড় সবাই মিলে দেখবো দুর্গামাকে।
******************
দীনেশ সরকার
১৪০ ডি হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --৭২১৩০৬

Comments
Post a Comment