কবিতা
হে শিক্ষক
তাহসিন মিয়াজি
যে আলো ছড়িয়ে যায় অন্তর-আকাশে,
সে তো গুরুজনের দানে—
অন্ধকারে ডুবে থাকা প্রাণে
জাগায় নতুন ভোরের শ্বাসে।
বইয়ের পাতায় নয় কেবল,
জীবনের পাঠশালা জুড়ে—
তিনি শিখিয়ে যান অমল স্বপ্ন,
করুণা, শ্রদ্ধা আর প্রেম ভরে।
শিক্ষক, তুমি পথের প্রদীপ,
ক্লান্ত পদে আনো দীপ্তি,
তুমি না থাকিলে এ জীবন
হতো শূন্য—মলিন, নির্জীব।
তোমার কথার গভীর নদী
বয়ে চলে অন্তহীন কাল,
শিক্ষার্থী হৃদয়ের বুকে
রোপণ করো আলোর ধ্রুবতারা।
সমাজের পাথেয় তুমি—
তুমি নীরব সেতু গড়ে যাও,
অজানার ঘন অন্ধকারে
জীবনের মানচিত্র এঁকে দাও।
হে গুরু, বিনম্র প্রণতি—
তোমার চরণে রাখি আজ,
শিক্ষা যেন চিরপ্রভাতের মতো
জাগে নবযুগের সূর্য সাজ।
===========
তাহসিন মিয়াজি
লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।
Comments
Post a Comment