কবিতা
খই ভাজা ছাড়া অন্য কাজ নেই আমাদের
উৎপলেন্দু দাস
ভাঙাচোরা রাস্তার বুকে ক্রমাগত ক্ষত চিহ্ন তৈরী হয়
যেমন ধরুন আমার আপনার বুকে
বর্ষাকালে জল জমে যথারীতি পুকুর তৈরী হয়
কিন্তু আমার আপনার চোখে বর্ষা ছাড়াই।
একটি বাচ্চা ছেলে সেখানে লাফায় জল জমলে
তার স্কুল আছে ক্ষত চিহ্ন নেই তাই নির্ভয়
আমরা যারা আকাশে মেঘ দেখে ভয় পাই
দুঃখিত হই গোপনে আমার আপনার কেন স্কুল নেই।
কাউন্সিলরকে বলি ব্যাপারটা মোটেই ভালো নয়
বাচ্চারা পড়ে গিয়ে চোট পেতে পারে
সে বলে দুর মশাই তারা তো দিব্যি লাফাচ্ছে ঝাপাচ্ছে
আপনাদের খই ভাজা ছাড়া অন্য কাজ নেই।
=================
ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০
Comments
Post a Comment