শ ব্দে র ভু ব ন
সফিউল মল্লিক
শব্দের ভুবন ছিল আমার নীরব জন্মভূমি,
কটু দৃষ্টি আর তীব্র আঘাতে প্রাচীন যুদ্ধে হৃদয়ের পা ভেঙেছে শতবার,
যন্ত্রণার ঢেউ এঁকেছি বসন্তের ঐ দক্ষিনা বাতাসে নদীর ধারে।
বিনাশ সাগরের সৈকতে নির্জনে পড়ে থাকা এলোমেলো পাথরের টুকরোর মতো অভাগা আমি...
এখন আর ভাঙে'না মন,
এক নির্বাক ছায়ার মতো নিঃশব্দে চলি!
অন্তরের শিল্পটিকে রক্ষা করি।
রক্তে অগ্নিপাথরের আঘাত থেকে বাঁচতে
সী'মা'না'র কাঁটাতারটিকে গোপনে এখন দূরে সরিয়ে রাখি...
আহা একি দেশ ? আহা একি দেশ ? অথচ ভেবে দেখো সবাই---
হু হু করে চারদিকেই জ্বলছে কেমন আগুনের ফানুস!
আমি ওই ক্লেশ সংগ্রামী পথের উত্তরাধিকার পথিক।
যুদ্ধ করিনি, করেছি নির্ভয়ে জ্বলন্ত জয়ের প্রতিবাদ।
এখন অজ্ঞাতো লোকেরা পরোয়া না করে মুছে দিয়েছে বহুবার বিজয়ের তালিকা থেকে আমার নাম।
প্রতারণার জগতে সততাকে কখনোই বিক্রি করিনি,
হৃদয়ের অনুভূতির ঝর্ণার আলোয় সত্যিটা ঠিক ফুটে ওঠে মিথ্যের বাজারে...
স্বপ্নকে কখনও সাজিয়ে রাখিনি ঘরের নতুন আলমারিতে...
সেই খন্ড যুদ্ধের যন্ত্রণাদায়ক লোকগুলোকে কোন তোয়াক্কা না করে সুরভি নিলামে নির্ভুলে বেঁচে দিই!
পরিস্থিতি ভুলে যেতে পারি, কিন্তু,দুঃখ,কষ্ট ভোলা বড়ই দায়!
চেতনার জলে শব্দগুলোকে বহন করলাম, কিন্তু চিনতে পারিনি বোধহয়!
জীবন্ত বিবরণে আনন বলা অত্যন্ত সুবোধ্য হতে দেখেছি,
কার্যত এখন "শব্দের ভুবন" মায়ার স্মৃতির কাছে ভীষণ অসহায় লাগে আমার...
====================
সফিউল মল্লিক।
গ্রাম:-জগৎবল্লভপুর।
পোস্ট:-মায়াপুর।
থানা:-বজবজ।
জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর:-৭৪৩৩১৮.
পশ্চিমবঙ্গ কলকাতা।
Comments
Post a Comment