শুভব্রত ব্যানার্জী
শিক্ষক দিবসের প্রাক্কালে
কি শিখলে গো ও ছেলে?
দুষ্টের পালন আর শিষ্টের দমন
তোমাকে বাঁচাবে জেনো এই প্রবচন।
দোষ বা পাপ যা কিছু করো
বিচার হবে না কিছু
আদালতের রায় ঠিক ঘুরে যাবে
তারিখের পিছু পিছু।
মাথায় যদি বড় হাত থাকে
পকেটে থাকে টাকা
নির্দোষ তুমি হবেই হবে
কথা দিলাম পাকা।
চুরি ডাকাতি রাহাজানি
এসব হলো নস্য
খুন ধর্ষণ যে করতে পারে
সে ব্যাক্তিই নমস্য।
বোকা জনগণ থাকবে বসে
সুবিচার পাবার আশায়
তলায় তলায় সব সেট হয়ে যাবে
নজরানা পাঠালে বাসায়।
ক্ষমা করো আমাকে সবাই
ফ্রি-তে দিলাম শিক্ষা
সময় হলো আসল শিক্ষক
সময়ই দেয় দীক্ষা।
Comments
Post a Comment