সোনার ফসল
অজিত কুমার জানা
শিক্ষক হলো জ্ঞানের প্রদীপ,
যেমন সূর্য্য আলো।
শিক্ষার্থী হয় সবুজ বদ্বীপ,
যা শিক্ষক দিলো।।
শিক্ষক সহজ সরল হলে,
শিক্ষার্থী হবে পাখি।
জটিল পাঠও ডানা মেলে,
খুলবে শিক্ষার্থীর আঁখি।।
সমাজ ঘুরবে জ্ঞানের চাকায়,
সভ্যতা আকাশ ছোঁবে।
দূর্নীতি খাবে ঘুণ পোকায়,
মানুষ মানুষ হবে।।
শিশুর চোখে নক্ষত্র জ্বলবে,
জ্ঞানটা লক্ষ্য আসল।
এমন সমাজ দেখবো কবে,
শিক্ষা সোনার ফসল।।
==============
অজিত কুমার জানা, গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ, ভারত
Comments
Post a Comment