শিক্ষক
জীবন সরখেল
শিক্ষা চেতনা প্রসারে
যাঁরা নিবেদিতপ্রাণ
প্রকৃতি পরিবেশ প্রাণীর
ধারক বাহক ও মান...
যাঁদের স্মরণ উপস্থিতিই
কমে মিথ্যা গ্লানি
সেবায় দ্রোহেও নিরপেক্ষ
ঠেলেন সব হয়রানি।
কর্ম আচরণ চিন্তন ত্যাগ
সত্য সপ্রেম নিষ্ঠায়
গড়েন চিরন্তন সমাজ ভিত
নীতি উদারতায়....
নিঃস্বার্থ ভাব ঠিক ভুল গুণেই
অভিজ্ঞতা দীক্ষক
বাবা মা পরিবেশ গুরুই
সবার আপন শিক্ষক।
__________________
জীবন সরখেল
গ্রাম -বাড়াভগলদিঘী, পোস্ট -ভগলদিঘী, থানা-জয়পুর, জেলা-বাঁকুড়া। পিন-৭২২১৫৪
Comments
Post a Comment