সুকান্ত তুমি
দীপক রায়
কবিতা তুমি শিরদাঁড়া সোজা
করে প্রতিবাদী হও,
আর মাথা নিচু করে থেকোনা
আগুন জ্বালাও।
সুকান্ত তোমার দিকে চেয়ে
আগুনে পোড়া শব্দগুলো
একের পর এক দাঁড়িয়ে
সাজাচ্ছে তার ছন্দগুলো।
আজ দহন ছড়িয়েছে দেশময়
সময় পুড়ছে মানুষের ক্ষোভে,
কবিতা,তুমি নিশ্চুপ থেকোনা
বিস্ফোরিত হও কলিজাতে।
সাম্যবাদের স্বপ্ন দেখা সুকান্ত,
আজও আমরা নির্যাতিত,
তোমাকে চাই এই দুঃসময়ে
চারিদিকে শুধু দুর্বৃত্ত।
তোমার জন্ম শতবর্ষে কবিতা
আবার আসুক এই পৃথিবীতে,
আজ নিরন্ন মানুষের কান্না
জমে পাথর হয়ে গেছে ভুমিতে।
ক্ষুধার রাজ্যে পৃথিবী অগ্নিময়
আশার চাঁদ যেনো ভ্রুকুটি,
বিভেদের হাঁড়ি কাঠে মাথা
আমরা এখন রোজ মরি।
প্রতিদিন খুন হচ্ছে স্বপ্ন
আশা নিরাশার দোলাচলে,
আমরা শুধু খুঁজে ফিরি
ঝিনুকে মুক্ত পাই কি করে।
Comments
Post a Comment