সুজন দাশ
মাতা পিতার পরেই হলো
শিক্ষাগুরুর স্থান,
জ্বালান তাঁরা জ্ঞানের বাতি
অজ্ঞানতার ঘুচান রাতি!
দেন জাগিয়ে বোধও বিবেক
বুদ্ধিতে দেন শান।
শেখান তাঁরা আদর্শ ন্যায়
ভালোবাসার সুর,
বাসতে শেখান দেশকে ভালো
দূর করে দেন মনের কালো
মন আকাশে দেন ছড়িয়ে
আলোর সমুদ্দুর।
মন কাননে ফোটান তারা
চিন্তা রুচির ফুল,
থাকে আদর থাকে শাসন
মহৎ পথের রাখেন ভাষণ
অন্তরে পান স্থায়ী আসন
দেন ধরিয়ে মূল।
পথটি দেখান সামনে চলার
দেন কাটিয়ে ভয়,
সাহস দিয়ে থাকে পাশে
স্বার্থ বিহীন ভালোবাসে
আনন্দেতে ভাসেন তারা
দেখলে ওদের জয়।
=============
সুজন দাশ
আটলান্টিক সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।
Comments
Post a Comment