ডাকবাক্সের আত্মকথা
হারান চন্দ্র মিস্ত্রী
পোস্ট অফিসে কিংবা পথের পাশে,
আমরা ছিলাম চিঠিগুলোর আশে।
সুখ ও দুঃখের কথা থাকত লেখা
ভালোবাসার আতর যেত দেখা।
মুঠোফোনের দাপট গেছে বেড়ে
স্বপ্ন যত সব নিয়েছে কেড়ে।
পত্র লিখে পাঠায় না কেউ মোরে
ব্রাত্য জীবন কাটাই কেমন করে?
ধীরে ধীরে যাচ্ছি উধাও হয়ে
ভারাক্রান্ত স্মৃতি আঁকড়ে ধরে।
কোন মানুষ কয় না আমায় ধরে -
আবার তোকে নেব আপন করে।
আমরা এখন বুঝে গেছি সহে
প্রয়োজনের বড় কিছু নহে।
সমকালের প্রয়োজনে থেকে
বিদায় নিতে হবে ভূবন থেকে।
________
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো: - আমতলা,
থানা - ক্যানিং,
জেলা - দক্ষিণ ২৪ পরগনা,
পিন - ৭৪৩৩৩৭
Comments
Post a Comment