উচ্চশিক্ষা
বি এম মিজানুর রহমান
উচ্চশিক্ষা অর্জন করা
সম্মানজনক কাজ,
মনুষ্যত্ব বিহনে ভাই
পেতে হয় যে লাজ।
বাজ পড়ে যে মাথায় হঠাৎ
কর্ম দেখে রোজ,
ব্যবহারে লোকে করে
ভবের বুকে খোঁজ।
খুঁজে পেলে জ্ঞানের আলো
জ্ঞানীগুণী হন,
উচ্চ উচ্চ ডিগ্রি থাকলেও
জ্ঞানী সবাই নন।
নাহি যদি হৃদয়ে রয়
মনুষ্যত্বের বীজ,
উচ্চশিক্ষায় আসে কেবল
অহংকারটা নিজ।
উচ্চশিক্ষা কাগজে নয়
হৃদয়ে যার রয়,
সত্যিকারের মানুষ বলে
আসে তাঁহার জয়।
===============
বি এম মিজানুর রহমান
কোটাকোল, লোহাগড়া, নড়াইল, বাংলাদেশ।
Comments
Post a Comment