জীবনের সাঁতার
মোহিত ব্যাপারী
মাতৃ জঠর ছিড়ে যেদিন ভূমিষ্ঠ হলাম
আঁতুড়ঘরে উলুধ্বনি ঘন্টা বেজেছিল।
মায়ের মুখে প্রসন্নতার হাসি ছিল।
পৃথিবীটাকে দেখে আমিও অবাক হয়েছিলাম।
আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠেছিলাম।
সে আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।
সেদিন বুঝিনি এ আনন্দ বেশিদিন স্থায়ী হবে না।
পৃথিবীর কঠিন বাস্তবটাকে সেদিনও দেখিনি।
এ পৃথিবীতে টিকে থাকতে প্রতিদিনই নতুন কিছু শিখতে হয়।
আমারও শেখার পালা শুরু হল।
প্রতিদিন শিখছি আর ভুল করছি।
শিখতে শিখতে যেদিন একটু একটু বুঝতে শিখলাম
সেদিন দেখি আমি মাঝ সমুদ্রে।
পিছনে ফেরবার আর উপায় নেই।
সামনেই এগিয়ে যেতে হবে।
সাঁতরেই পুরোটা পার হতে হবে।
কিন্তু আমি তো সাঁতার জানি না।
জোয়ারের জলে জীবনকে ভাসিয়ে নিয়ে যায়।
ভাঁটার টানে সমুদ্র নদীর সব জল গিলে খেতে চায়।
সাঁতার শিখতে শিখতে সাঁইত্রিশটা বছর ফেলে এলাম।
তবু এখনো শিখে উঠতে পারিনি ঠিক।
প্রতি পদে পদে হোঁচট খেতে হয়।
কোনমতে ভেসে থাকতে পারি নিশ্বাসটুকু বাঁচিয়ে।
এভাবে আর কতদূর যেতে হবে?
এভাবে আর কতদূর যেতে পারি?
হয়তো এখনো বহুদূরে যেতে হবে।
দিতে হবে পাড়ি।
হয়তো এখনো অনেকটা পথ রয়ে গেছে বাকি।
নয়তো আর একটুখানি আছে বাকি।
তবু কুলকিনারাহীন ঝাপসা চোখের দৃষ্টি।
দূরে কিংবা কাছে ভেসে যেতে হবে।
সাঁতরেই পার হতে হবে।
ভেসে ভেসেই জীবনের সমুদ্রটা পার হয়ে যাব।
=================
( MOHIT BAPARI )
VILL - NORTH KANCHDAHA
PO - KANCHDAHA
DIST - NORTH 24 PARGANAS
PIN - 743247
India
Comments
Post a Comment