চরণ দুটি
বদ্রীনাথ পাল
ধরনীধর হাজরা আমার প্রথম শিক্ষা গুরু
তাঁর কাছেতেই হয়ে ছিল সহজ পাঠের শুরু।
তালাজুড়ি গ্ৰামে ছিল তাঁহার বসত বাড়ি—
সবার সাথেই ভাব ছিল তাঁর, নেইকো কোনো আড়ি।
দীর্ঘদেহী সৌমকান্তি মৃদু হাসি মুখে—
ছাত্র অন্ত প্রাণ ছিলো তাঁর দরাজ খোলা বুকে।
গরীব ছিলেন বটে-তবে মানুষ ছিলেন বড়ো-
তাঁকে দেখে কেউ হয়নি কভু জড়োসড়ো।
মনে আছে ইস্কুলেতে প্রথম দিনের কথা—
তাঁর পায়েতেই ছুঁইয়ে ছিলাম ছোট্ট আমার মাথা।
আশীর্বাদর পদ্ম হস্ত আমার মাথায় দিয়ে—
"মানুষ হয়ো" বলেছিলেন বুকে টেনে নিয়ে।
সবার সাথে মিশে যেতেন ঠিক বন্ধুর মতো—
হাসি দিয়ে ভুলিয়ে দিতেন দুঃখ কষ্ট যতো।
আজও যখন একা একা থাকি নিরজনে—
সেই গুরুরই চরণ দুটি পড়ে আমার মনে।
=============
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোঃ-গৌরাংডি, জেঃ-পুরুলিয়া, ফোন /হোয়াটস্যাপ -৮১৫৯০৭৬৫৪৮
Comments
Post a Comment