অন্ধমনে
সায়নী আচার্য্য
ধাওয়া করেছে বিপদ।
জেতার জন্যে উন্মাদ হয়ে
ভাঙতে চাইছে গরাদ।
অন্ধমনে বদ্ধ ঘরে
একলা বসে ভাবে।
ভাগ্য কেন দুঃখ দেয়?
বাঁচিয়ে রাখে ভবে।
প্রবল তার মনের জোর,
মানে না কোনো বারণ।
মানে না কোনো বঞ্চনা,
লড়বে আমরণ।
ভাগ্য শুধু সুযোগ আনে,
মনকে করে শক্ত।
পায়ের বেড়ী ভেঙে দিয়ে
বেরিয়ে আসে ভক্ত।
অন্ধ কেবল সাহায্য চায় ,
পারে না কোনো কাজ।
এমনভাবে ছোটো করা
বন্ধ করো আজ।
===================
সায়নী আচার্য্য
ইলিয়াস রোড, আগর পাড়া
কোলকাতা-৭০০০৫৮
Comments
Post a Comment