হে সুন্দর
অশোক দাশ
যুথি- কামিনী -শিউলি -রজনী
তুমি বড্ড ভালবাসতে,
এই শ্রাবণে চলে গেলে
বাদল ঝরা রাতে।
সাদা ফুলের রথে চড়ে
ভেসে গেলে জনারণ্যে,
অশ্রু নীরে নদী বহে
শুধু তোমারই জন্যে।
শূন্য আসন হয়নি পূর্ণ
এখনও স্বপ্ন অধরা,
'যে আছে মাটির কাছাকাছি'
তার অপেক্ষায় প্রহর গোনা।
কাঁদে স্বজন কাঁদে সুজন
সারা বিশ্ব চরাচর,
রবি বিহনে ধরণী আঁধারে
প্রণাম হে সুন্দর ।
=============
অশোক দাশ
ভোজান ,রসপুর ,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩
Comments
Post a Comment