বর্ষা উৎসব
অজিত কুমার জানা
বর্ষার গার্হস্থ জীবন প্রকৃতির দান,
শুরুটা শরৎ হলুদ সোনা রোদ।
ঝিকিমিকি জোনাকি সংসার,
মাঠের গালিচায় বনভোজন।
ব্যাঙের মনকাড়া আধুনিক গান,
চারহাতে ওড়ানো চাষের বেলুন।
তারপর একটু একটু করে,
সম্পর্ক কেমন কেমন হয়।
নদী বাঁধে কামনার স্বরভঙ্গ,
ভাতের হাঁড়ি কাঁদে জলে।
শব্দে শব্দে নিঃসঙ্গতার হাহাকার,
জল কেনা বেচার হাট।
বৃষ্টি নাচ,বৃষ্টি গান,
টইটম্বুর বৃষ্টি পাহাড় দিনরাত,
চৌদিকে সাজো সাজো বর্ষা উৎসব।
====================
অজিত কুমার জানা
গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর,
জেলা-হাওড়া, পিন ৭১১৩০১,
Comments
Post a Comment