আষাঢ়ের বাদল
স্বপন কুমার মৃধা
আষাঢ়ের বাদল অঝোর ঝরা
মেঘের আড়ালে লুকায় তপন,
মেঘবালিকা পাহাড় চূড়ায়
নৃত্যা রঙ্গে ঢালে বর্ষণ।
জল ভরা মেঘ বরফ জমা
হাওয়ায় ভেসে যায় দূরে,
পাহাড় চূড়া জড়িয়ে ধরে
মেঘ বরফে বাদল ঝরে।
ধরার বুকে সবুজ বনানী
শ্যামল সতেজ রূপের রানী,
দগ্ধ তাপে মরণ ভুমে
বারিষ রসে ডাগর নন্দিনী।
টাপুর টুপুর ইলশে গুড়ি
ইলিশ চলে নদীর জলে,
বৃষ্টি মাথায় ধরছে ইলিশ
জেলে ভাইয়ের চুম্বক জালে।
কৃষক মজুর মাঠে নামে
ব্যস্ত সবাই জমি চাষে,
হাল বলদ আর যায়না দেখা
কলের লাঙ্গল সকল দেশে।
=============
স্বপন কুমার মৃধা
থানে, মুম্বাই মহারাষ্ট্র
মোঃ ৮৩৭২৮৯১২০

Comments
Post a Comment