সমুদ্রপারে
সান্ত্বনা চ্যাটার্জি
রাতের হাজার তারা জ্বলা অন্ধকারে
যেদিন বসেছিলে কবি
শিথিল ভঙ্গিমায়,
অন্তরের অন্তস্থলে যার
করেছিলে ধ্যান,
তোমার কালো চোখের তারায় তারায়
আজো আছে কি লেখা স্বমহিমায়!
দুরন্ত ধাবমান শুভ্র ফেনা রাশি রাশি
ঢেউএর মাথায়,
প্রচন্ড আবেগে আছড়ে পড়েছিল
তোমার পায়ের কাছে
অদম্য উচ্ছ্বাসে।
তোমার উষ্ণ কোমল বুকে সঘন
নিশ্বাসে আকাশ বাতাস চিরে
অনন্তের সীমায় সীমায়
যার নাম উঠেছিল বেজে
ঝড়ের মতন,
আজো সে ই নাম বাজে তো তেমনি আবেগে !
রাতের সমুদ্র তট আজো ডেকে যায়
নামহীন উদ্দামতায়
এক হয়ে যেতে
বারে বার বারে বার বারে বারl
যেন তুমি , সে উদ্দাম প্রেম,
সে আকর্ষণ সে ভালবাসায়-
আজো ভেসে যায় কবি,
রাতের সমুদ্র তটে,
সাগর এখনও ডাকে ,
আয় আয় আয়
সহস্র বাহু মেলে আছি আজো
তোর অপেক্ষায় !
---------------------Santwana Chatterjee
Comments
Post a Comment