অব্যক্ত কবিতা
অভিজিৎ হালদার
আমি লিখতে গিয়ে মনের পাতায়
কলম শুধু ভেঙ্গে যায় ,
কালি হয়ে মনের ব্যথা
হৃদয়ে দাগ কেটে যায়।
এটাই শুধু আমার কবিতা
বাকীটা যে তোমার লেখা
দূর আকাশের মেঘ দূরে যায়
শিশির বিন্দু তিক্ত হয়ে রয়।
এটা শুধু আমার ব্যথা
তবে কেন তোমার হৃদয়
কান্নায় ভেসে যায়।
ফাগুনে ফোঁটা লাল ফুল
রক্তের তৃষ্ণা পান করে
কিছু কথা লিখে যায়।
চোখেতে নামে আঁধার
ঝিঁঝিঁ পোকা আনন্দে গান গেয়ে যায়।
একটা কবিতা শুধু রয়ে যায়
বাকীটা তোমার হাতে....
মন কেন ভেঙ্গে যায় !
প্রান্তরে প্রান্তরে ঝরে পাতা
গ্রীষ্মের ঝোড়ো বাতাসে
আসে খবর নিশিরাতে
নিদ্রা হারিয়ে আমি
তাঁর কথা ভেবে যায়।
সে কী আমার কথা ভাবে কোনোদিন !
দিন শেষে রাত আসে
মনে আমার ভয় জমে।
অব্যক্ত কবিতা , নিশিরাত
মোমের আলো , সমুদ্রের ঢেউ
আমার মুখের দিকে তাকিয়ে
কী যেন একটা বলতে চাই !
জানতে পারিনা কখনও আমি।
অব্যক্ত হৃদয়ের কবিতা
সাহারা মরুভূমির বালিতে
জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
এটা শুধু আমার কবিতা
বাকীটা যে তোমার দেওয়া
আমি শুধু একা রয়ে যায়।।
==========================================
Abhijit Halder
Vill-Mobarockpur
Dist-Nadia
West Bengal
India
Comments
Post a Comment