বৃষ্টি হওয়ার ছিল
প্রতীক মিত্র
বৃষ্টি হওয়ার ছিল।
আকাশে কালো অভিমানী মেঘে
আর হৃদয়ে মহাসাগরীয় শূন্যতা।
বৃষ্টি হওয়ার ছিল।
ঝোড়ো অননুগত হাওয়া
আর চার দশক পেরোনো মনেও চঞ্চলতা।
বৃষ্টি হওয়ার ছিল।
দিগন্তে গাছের সারির মাথায়
আলো-আঁধারি খেলা
আর দৃষ্টিপথে ঝাপসা স্মৃতির মলাট।
বৃষ্টি হওয়ার ছিল।
দেওয়ালের কোণে সম্ভাবনার জাল,
ঘরে তারও ভেতরে অন্তরঙ্গতার টান।
বৃষ্টি হওয়ার ছিল।
হয়নি।
আমার মতন এক ও অভিন্ন তল্লাট।
বৃষ্টির কাছে বৃষ্টি ছাড়া আর কিই বা চাওয়া?
==================
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
Comments
Post a Comment