আলোচনা - বর্ণিক বর্ণিকের ডিসেম্বর সংখ্যা প্রকাশ---- প্রতি মাসের ন্যায় এই মাসেও বর্ণিকের সূচিতে চমক রয়েছে। পত্রিকাটির প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও কবি নাসের হোসেনকে নিয়ে কিছু কাজ করেছেন বর্ণিক পত্রিকা। পেশাদার প্রচ্ছদশিল্পী অয়ন চৌধুরী তাঁর দক্ষ হাতে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দুই কিংবদন্তি শিল্পীকে। বর্ণিক পত্রিকা যেহেতু মাসিক পত্রিকা, তাই প্রতি মাসেই তারা নতুন নতুন কাজ করে চলেছে। এই ডিসেম্বর সংখ্যাতেও সবচেয়ে বড়ো কাজ যেটা করেছেন, তা হলো ' জন্মশতবর্ষে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের উপর ক্রোড়পত্র' । যে কাজটি বাংলা সাহিত্যের কোনো ছোটো-বড়ো পত্রিকা এখনও করেনি। এই দিক দিয়ে একটা স্বতন্ত্রতার ছাপ রেখে গেলো বাংলা সাহিত্যের পত্র-পত্রিকার কাছে। যতদিন এই বাংলা সাহিত্য টিকে থাকবে এই সংখ্যার প্রাসঙ্গিকতা সবাইকে স্বীকার করতেই হবে। মূল্যবান সব লেখা দিয়ে সেজে উঠেছে এই বিভাগ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঋতম মুখোপাধ্যায় যেমন লিখেছেন, তেমনি লিখেছেন আসাম বিশ্ববিদ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।