চেনা প্রতিবেশী ( সপ্তম পর্ব ) দীপক পাল আর একদিন আমি একটা ফাইল দিতে বললাম পবনকে। ফাইলটা এনে টেবিলে রেখে চেয়ারটা টেনে এনে বসলো আমার সামনে। ত্রিহান বুঝতে পারে কোন আজগুবি কথা নিশ্চয় ওর পেটে জমিয়ে রেখেছে বলার জন্য। ওর মতো এত নীরব শ্রোতা কোথায় পাবে। ত্রিহান ওর দিকে না তাকিয়ে ফাইল খুলে আপন মনে কাজে মন দিল। পবন কিছুক্ষণ বসে থাকার পর চেম্বারে বেলের শব্দে চেয়ার থেকে উঠে খুবদ্রুততায় চেম্বারে ঢুকলো। প্রায় চল্লিশ মিনিট পর আবার এসে বসলো চেয়ার টেনে ত্রিহানের সামনে। এবার ত্রিহান জিগ্গেস করলো,- ' পবন কিছু বলবে আমাকে?' - ' আপনিতো খুব ব্যাস্ত দেখছি, ফাইল থেকে মাথাই তোলেন না।' - ' ব্যাস্তাতাই তো আমার কাজ। তার ফাঁকে ফাঁকে একটু গল্প করলে কিন্তু মন্দ হয় না কি বলো। তাতে কাজের এক ঘেয়েমিটা একটু কাটে। এই যে তুমি কি যেন একটা আমাকে বলতে চাও সেটা বলে ফেল একটু শুনি।' পবন খুব উৎসাহে শুরু করলো। - ' জানেন গত শনিবার আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, কয়েকজন চেনা বয়স্ক লোক আমাকে এসে বলে পবন একটা কাজ করে দিতে পারবে? ঐ বয়স্ক লোকেরা রোজ মর্নিং ওয়াক করে আমি অনিমিয়ত। তা বললো, 'জান প...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।