ফটোগ্রাফি ।। রাজাদিত্য ব্যানার্জি " আমি আমার বনের রাজা, মনের রাজা । এ রাজত্ব কোনো গম্বুজে খিলানে তকমাধারী আদালীর সেলামে সীমিত নয়। এ রাজত্ব দিগন্ত অব্দি ছড়ানো আছে কত ফুল, কত পাখি, কত কাচপোকা, কত পাহাড়, কত নদী কত লতা, কত গাছ... এ রাজত্বের সীমানা অসীম । " --বুদ্ধদেব গুহ (একটু উষ্ণতার জন্য )। ================ চিত্রগ্রাহক -রাজাদিত্য ব্যানার্জি । কলকাতা 🌀Tribute to my favorite filmmaker Lars Von Trier Melancholy of Finnish /Nordic Autumn 🇫🇮️ Helsinki, Finland ( Rajaditya Banerjee)
সম্পাদকীয় দপ্তর থেকে এই সংখ্যায় 'শিক্ষা ও শিক্ষক' বিষয়ক বেশ কিছু লেখার পাশাপাশি রয়েছে বিচিত্র বিষয়ের আরও কিছু লেখা। সব মিলিয়ে সংখ্যাটি আপনাদের সমৃদ্ধ করবে, আপ্লুত করবে — এ বিষয়ে আমরা আশাবাদী। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা প্রতীক্ষিত। আগামী অক্টোবর ২০২৫ সংখ্যা 'উৎসব সংখ্যা' হিসাবে প্রকাশিত হবে। ওয়েব সংখ্যার পাশাপাশি নির্বাচিত লেখাগুলি নিয়ে একটি pdf এবং তার মুদ্রিত সংস্করণও প্রকাশিত হবে। তাই অপ্রকাশিত ভালো লেখা পাঠান। বিশেষ কোনও বিষয় নেই। প্রবন্ধ-নিবন্ধ-ফিচার ২০০০ শব্দ, গল্প ১২০০ শব্দ, অণুগল্প ৫০০ শব্দ, কবিতা-ছড়া ২৪ লাইনের মধ্যে হলে ভালো। ইমেলঃ nabapravatblog@gmail.com বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে। সামাজিক মাধ্যমে আমদের সঙ্গে যুক্ত থাকুন। সময় মতো সব সংবাদ পেয়ে যাবেন। শারদ উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক এই কামনা করি। —নিরাশাহরণ নস্কর সম্পাদক: নবপ্রভাত মোঃ ৯৪৩৩৩৯৩৫৫৬ Whatsapp Group: https://chat.whatsapp.com/ AIpj98JKbloFSpeqMcpr6j Facebook Page: https://www.facebook.com/ share...