বসন্ত এসেছে দ্বারে বসন্ত এসেছে দ্বারে শীতের আমেজ ঠেলে, শিমুল পলাশের গন্ধে কোকিলের কণ্ঠ মেলে। প্রকৃতি মেতেছে আজ নব সৃষ্টির উল্লাসে, কবিরা লিখছে ছড়া মনের উচ্ছ্বাসে। মানব মনে লেগেছে প্রেমের দোলা, প্রেমে বিভোর হয়েছেন পাগলা ভোলা। বৃন্দাবনে বসন্ত উৎসবে মেতেছে কৃষ্ণরাধা, বসন্ত প্রতিরোধে এসেছেন শীতলা চেপে গাধা। বসন্ত প্রণয়ের ঋতু জানে সবাই, তবুও আমরা বসন্তকে দেখে ডরাই। শঙ্কর ঘোষ কৃষ্ণনগর নদীয়া
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।