লাস্ট নাইট –দ্যুতি পুরকাইত গতকাল আমি শেষ কেঁদেছি বাস্তব আমাকে শিখিয়েছে, কান্না দুর্বলতার বিজ্ঞাপন। একটা ওভার ব্রিজে দুজনে পাশাপাশি নীচে মৃত্যুর সুযোগ। ট্রেনের ক্যাকাফোনিতে হারিয়ে ফেলছি— কথা বলার ইচ্ছে, অথচ অনেক কিছু বলার ছিল। রাত আটটা চল্লিশ, স্টেশনে মানুষ কমে আসছে কমে আসছে রাতের বাড়ী ফেরার ট্রেন। একটা নীল রঙের শাড়ী দুখানা শুকনো গোলাপ পাশে রেখে, সিঁড়ি বেয়ে নেমে গেলো শেষ বারের মতো দুর্বলতার বিজ্ঞাপন মেরেছি চোখে, চলে যাচ্ছে ন'টা পাঁচের লাস্ট ট্রেন। শুকনো গোলাপের পাশে তখন পড়ে আছে প্রজাপতি আঁটা কার্ড কাল প্রেমিকার বিয়ে। ----------- দ্যুতি পুরকাইত গ্রাম- বেলিয়াডাঙা পোঃ- দঃ বারাসত থানা- জয়নগর জেলা- দক্ষিণ ২৪ পরগনা পিন- ৭৪৩৩৭২ ========================================================= Better Some Tabs. For You 1. Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black Deal Price: Rs. 12,499.00 Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021) For...
সম্পাদকীয় দপ্তর থেকে এই সংখ্যায় 'শিক্ষা ও শিক্ষক' বিষয়ক বেশ কিছু লেখার পাশাপাশি রয়েছে বিচিত্র বিষয়ের আরও কিছু লেখা। সব মিলিয়ে সংখ্যাটি আপনাদের সমৃদ্ধ করবে, আপ্লুত করবে — এ বিষয়ে আমরা আশাবাদী। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা প্রতীক্ষিত। আগামী অক্টোবর ২০২৫ সংখ্যা 'উৎসব সংখ্যা' হিসাবে প্রকাশিত হবে। ওয়েব সংখ্যার পাশাপাশি নির্বাচিত লেখাগুলি নিয়ে একটি pdf এবং তার মুদ্রিত সংস্করণও প্রকাশিত হবে। তাই অপ্রকাশিত ভালো লেখা পাঠান। বিশেষ কোনও বিষয় নেই। প্রবন্ধ-নিবন্ধ-ফিচার ২০০০ শব্দ, গল্প ১২০০ শব্দ, অণুগল্প ৫০০ শব্দ, কবিতা-ছড়া ২৪ লাইনের মধ্যে হলে ভালো। ইমেলঃ nabapravatblog@gmail.com বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে। সামাজিক মাধ্যমে আমদের সঙ্গে যুক্ত থাকুন। সময় মতো সব সংবাদ পেয়ে যাবেন। শারদ উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক এই কামনা করি। —নিরাশাহরণ নস্কর সম্পাদক: নবপ্রভাত মোঃ ৯৪৩৩৩৯৩৫৫৬ Whatsapp Group: https://chat.whatsapp.com/ AIpj98JKbloFSpeqMcpr6j Facebook Page: https://www.facebook.com/ share...