।। শব্দপ্রভা-৮ ।। নির্মাণে: টিম নবপ্রভাত যে-কেউ উত্তর পাঠাতে পারেন। ঠিক উত্তরদাতার নাম, ঠিকানা, ছবি আগামী মাসের সংখ্যায় প্রকাশিত হবে। ** এই নির্দিষ্ট ছকে যে-কেউ ভিন্ন ভিন্ন শব্দ বসিয়ে সুত্রসহ আমাদের পাঠাতে পারেন। মনোনীত হলে প্রকাশিত হবে। উত্তর ও নতুন ছক পাঠানোর মেল আইডিঃ nabapravatblog@gmail.com whatsapp : 9433393556 পাশাপাশি : ১.শমীবৃক্ষ, বায়ু ৩. ফকির মিষ্টান্ন ৫ সেন কবি ৬. নিমেষ ৭. পূজামণ্ডপে এই দপ্তরেরও অনুমোদন লাগে ৯. কার্তিকের স্ত্রী ১০ .পুরান মতে এর দেবতা কুবের ১২. নীচু, ঢালু ১৪. ফল, চিনি এবং মশলার সংযোগে প্রস্তুত মিষ্টি স্বাদের খাবার ১৫. যুদ্ধের ঢাক ১৬. লেজারবুক ১৭. সামনে , পিছনে যেদিক থেকেই দেখ এটা দিয়েই দেখতে হবে উপরনিচ : ১. সমাপ্ত ২. গোমড়ামুখো, নিরস ৩. দুদিক থেকেই দয়া ৪. আঁশ ৮. 'পাখি সব করে রব..' এর কবি ১১. রঞ্জিত মল্লিক ও চুমকী চৌধুরী অভিনীত বাংলা ছবি ১২. নজরে আসে না এমন ১৩. 'প্রখর ----- তাপে যদি জারব' ##########$$$$$$$$$$########## শব্দপ্রভা ৮ এর সমাধান পাশাপাশি :-- ১. পবন, ৩. কালিদাস ৫. বী...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।