কবিতা ।। ভিতরে বাহিরে ।। নিবেদিতা দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। ভিতরে বাহিরে ।। নিবেদিতা দে

ভিতরে বাহিরে

নিবেদিতা দে


শ্রাবণের ধারায় ভিজিয়ে দাও, ঝরণা ধারায় ধুইয়ে দুই নয়ন ।  
গভীর আকুলতায় বাড়িয়ে দিলাম হাত তোমার হাতে, 
 শুকনো পাতায়, তরুলতায় বুক ফাটা মাটি পেল প্রাণ,নব আনন্দে! 
ভেজা মাটির গভীরে আকুল করা সোঁদা মাটির ঘ্রাণ,নতুনের আহ্বান! 
আজানুকেশ ভিজিয়ে নিলাম আকাশ ছেঁচা জলে, বকুল তলে। 
কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে....,
 ভিতরে বাহিরে জমাট বাঁধা কালো মেঘ,
আমার বুকের ভিতর ঝরছে বাঁধ ভাঙা তুমুল বৃষ্টি!
অথচ দেখো, মেঘ বৃষ্টির সখ্যতা যুগ যুগান্তরের!
কোন অভিযোগ না রেখে বকুল নীরবে ঝরে! 
বিদায় বেলায় সুঘ্রাণ টুকু ছড়িয়ে দিয়ে যায় তোমার ভিতরে বাহিরে।।
 
===============
 
 

No comments:

Post a Comment