মানুষ গড়ার কারিগর
শীলা সোম
কিরে সুরেশ কেমন আছিস,
কি করিস রে তুই?
ভালো আছি মাস্টারমশাই,
চরণ দুটি ছুঁই।
আমাকে স্যার মনে আছে?
ভীষণ ফাঁকিবাজ,
ময়দানেতে নামলে পরে—
আমি যে মহারাজ।
ভালো খেলোয়াড় ছিলাম,
ফুটবল খেলায়,
কত যে গোল দিয়েছি আমি—
কে মোরে আটকায়?
মনে আছে রে, সেসব কথা,
ভুলিনি যে কিছুই,
দিয়েছিলাম বেদম মার
কেঁদেছিলি খুব তুই।
সেকথা ভেবে আজো আমার—
ব্যথায় ভরে মন,
সন্তানসম তোরা আমার—
কত না স্নেহের ধন!
শাসন করেছিলেন বলেই
শিখেছি লেখা পড়া,
আজ আমি বড়ো চাকুরে,
আপনার হাতে গড়া।
এমন শিক্ষক পাওয়া যে
ভাগ্যেরই ব্যাপার,
মানুষ গড়ার কারিগর,
জানাই নমস্কার।
=================
শীলা সোম
Comments
Post a Comment