সফিক স্যার
করবী দাস
স্যার, আজ আপনার কথা এত মনে পড়ছে।
আমি আপনার ছাত্রী, আপনার সান্নিধ্যে কাটিয়েছি মাত্র এক বছর।
কিন্তু জীবন একটা বছরে বাঁধা নয়,
ঐ একটা বছর বছরের পর বছর সঙ্গী হয়ে চলেছে।
আমি আপনাকে সেই ছোটবেলায় ভালোবেসেছিলাম।
আপনি সবার সামনে-আড়ালে আমাকে গুরুত্ব দিতেন,
বিশেষভাবে সেই বাচ্চাবেলার অনুভূতিগুলো ভাগ করে নিতেন।
আপনি যেভাবে আমার সাথে মিশতেন,
সেইভাবে কেউ কোনোদিন আমার সাথে কথা বলেনি।
এপর্যন্ত আমি জীবনে অনেক শিক্ষক মহাশয়ের কাছাকাছি এসেছি,
তবে আপনাকে ভুলতে পারিনি।
আপনাকে কারো সাথে তুলনা করিনি কখনো,
তবুও আমার যে শুভাকাঙ্ক্ষী নিঃস্বার্থভাবে, তা বুঝতে আমার ভুল হয় না।
আপনার হৃদয়ে আমার স্থান খুঁজতে চাইনি —
আমার হৃদয়ে আপনার স্থান অনেক উচ্চে।
কৈশোরে অনেক দিন পর দেখা হলে কীভাবে জড়িয়ে ধরতেন,
কত গল্প, এখনও —
আমি যদি আপনাকে না দেখে রাস্তা পেরিয়ে যাই
আপনার ঠোঁটের হাসি আমার লক্ষ্য করাকে উপেক্ষা করে
নির্দ্বিধায় ফুটে ওঠে।
আপনি আমার প্রথম শিক্ষক, যার হাতের লেখা আমি নকল করতাম,
যার উপর অনায়াসে রাগ করতাম।
মনে আছে, একবার আপনার উপরে রাগ করে সাতদিন কথা বলিনি।
আপনি হাসানোর জন্য অনেক হাসির হাসির গল্প করতেন,
তবুও হাসতাম না; অবশেষে একদিন হেসে ফেলেছিলাম।
আসলে অভিমান হল এক প্রকার অনুরাগের ধরন,
যে অধিকার দেয় অন্যের উপর রাগ করার ....
======================
করবী দাস, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা।
Comments
Post a Comment