দুগ্গা মায়ের আগমনীর সুর
সায়ন রানা
ঢাকের তালে দুলে ওঠে মন, শঙ্খ বাজে বাজনা,
উলুধ্বনি তোলে নারীরা, ভরে যায় পথের সাজনা।
প্যান্ডেলে ভিড় জমে চারদিক, আলো ঝলমল রাত্রি,
দুগ্গা এলো মা আনন্দ নিয়ে, খুশি মেশে মাতৃভক্তি।
মেলার মাঠে খেলনা সাজে, মিষ্টির দোকান খোলা,
পুতুল, বাঁশি, বেলুন নিয়ে ছুটে আসে শিশু দোলা।
বড়রা সবাই গান গেয়ে যায়, ঢোলের সাথে তাল,
মায়ের আগমনে গ্রাম শহর জেগে ওঠে আনন্দময় কাল।
ধুনুচি হাতে নাচে যুবক, আগুন ঝলক ওঠে,
ধূপের গন্ধে ভরে বাতাস, আনন্দে মন রথে।
সারারাত জাগে মানুষ, পূজোর সুরে মাতোয়ারা,
শক্তির বার্তা দিয়ে মা আসেন, করেন মঙ্গল ধরা।
প্যান্ডেলের আলো ঝলমল করে, রঙিন কাপড়ে সাজ,
প্রতিমার চোখে মায়ার ছোঁয়া, শান্তি দেয় বিরাজ।
হাসি খুশির স্রোত বয়ে যায়, ভরে ওঠে চারি দিক,
দুগ্গা এলো উৎসব ঘরে, আনন্দ হলো ঠিক।
দুঃখ কষ্ট দূরে গিয়ে, খুশি নামে প্রাণে,
মা দুর্গার আশীর্বাদ থাকে, প্রতিটি ভক্তের গানে।
গ্রাম শহর মিলেমিশে গায়, আনন্দ গানের সুরে,
দুগ্গা এলো মা, উৎসব নিয়ে, আলো জ্বলে ভুবন জুড়ে।
=========
Comments
Post a Comment