উপহার
দীপঙ্কর বৈদ্য
জন্ম আমার ছোট্ট কুঁড়ে, নই যে আমি তুচ্ছ,
হাসতে খেলতে পাইনি মোটেই, দেখি সবই উচ্চ।
আকাঙ্ক্ষার ঝরনাতলায় ইচ্ছা ঝরে পড়ে,
ক্ষুধা যেন দুখিনী মেয়ে, অবজ্ঞার মালা পরে।
নুনের মতো স্বাদ আমার, মিষ্টি হতে পারিনি কখনও,
জীর্ণ শরীরে মাংস না থাক, হাড় রয়েছে এখনও।
অভাগা মন মানেনা বারণ, ভাঙতে চায় নিয়ম-কানুন,
শিবনৃত্যে নাচুক যাপন, কাজের নেশায় হন্যে জীবন।
তুমি ছায়া হয়ে এলে সেই তপ্ত রোদে, করলে অনুনয়,
থেমে গেল রুদ্র তপন, চারিদিক হলো মনোময়।
সব হারানোর পথিক হয়ে, পথেই পেলাম তোমার দেখা,
বুকটা বড়ো হালকা হলো, আর তো নই আমি একা।
হে অনন্তদিনের নিঃস্বজনের শিক্ষাগুরু,
তোমার আলোয় হলো নতুন জীবন শুরু।
আজ এই শুভদিনে তোমায় কি দেবো আর,
দুর্দিন থেকে আলোর পথ সবকিছুই যে তোমার।
_____________________
নাম -- দীপঙ্কর বৈদ্য
গ্রাম -- চম্পাহাটি (হালদার পাড়া)
পোঃ -- চম্পাহাটি
থানা -- বারুইপুর
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক -- ৭৪৩৩৩০
Comments
Post a Comment