অঙ্কিতা পাল (বিশ্বাস)
শরতের নীল আকাশে
সাদা মেঘের ভেলায়,
সকালে আলতো বৃষ্টিতে...
সবুজ ধানের ক্ষেত
দেখতে ভারী চমৎকার।।
পথের ধারে—
সাদা, গোলাপি, নীল শালুকের দল
সবেই মাত্র পাঁপড়ি মেলেছে।
পরস্পর বাড়িগুলি ছাদে
ভিজে কাপড় হাওয়ায় দোলে।
ব্রিজ পেরিয়ে—
ওই যে বাড়ি,
তার মাথায় মেঘ জমেছে...
সারি সারি ।।
চলতে চলতে গাছপালারা
এগিয়ে চলে আমার সাথে,
একটি ছেলে ঝপাৎ করে
পুকুর জলে সাঁতার দিলে?
আবার যেন এক পশলা
টিপ টিপিয়ে রোদের কোলে।
শান্ত সকাল, অলস দুপুর, ক্লান্ত বিকেল
চলছে সময়ের হাত ধরে,
লাল গোধূলির সাঁঝে
দাঁড়িয়েছি ছাদের একপাশে,
চেয়ে দেখি নব সাজে
বাদুর ওরে ঝাকে ঝাকে
পাখির শেষ কলরব।
সবই গেছে আঁধারে,
এক ফালি চাঁদ—
আজ থেকে যাক তারাদের মাঝে ।।
==========
অঙ্কিতা পাল (বিশ্বাস)
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা
সাদা মেঘের ভেলায়,
সকালে আলতো বৃষ্টিতে...
সবুজ ধানের ক্ষেত
দেখতে ভারী চমৎকার।।
পথের ধারে—
সাদা, গোলাপি, নীল শালুকের দল
সবেই মাত্র পাঁপড়ি মেলেছে।
পরস্পর বাড়িগুলি ছাদে
ভিজে কাপড় হাওয়ায় দোলে।
ব্রিজ পেরিয়ে—
ওই যে বাড়ি,
তার মাথায় মেঘ জমেছে...
সারি সারি ।।
চলতে চলতে গাছপালারা
এগিয়ে চলে আমার সাথে,
একটি ছেলে ঝপাৎ করে
পুকুর জলে সাঁতার দিলে?
আবার যেন এক পশলা
টিপ টিপিয়ে রোদের কোলে।
শান্ত সকাল, অলস দুপুর, ক্লান্ত বিকেল
চলছে সময়ের হাত ধরে,
লাল গোধূলির সাঁঝে
দাঁড়িয়েছি ছাদের একপাশে,
চেয়ে দেখি নব সাজে
বাদুর ওরে ঝাকে ঝাকে
পাখির শেষ কলরব।
সবই গেছে আঁধারে,
এক ফালি চাঁদ—
আজ থেকে যাক তারাদের মাঝে ।।
==========
অঙ্কিতা পাল (বিশ্বাস)
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা
Comments
Post a Comment