সমাজতরু
আব্দুল মোক্তার
স্কুলজীবনের শুরু থেকেই
গুরুর কাছে আসা
লেখাপড়া শেখান যেমন
শেখান ভালোবাসা।
সন্তানস্নেহে মানুষ করেন
আগলে নিয়ে বুকে
শ্রদ্ধাভক্তি জ্ঞানের আলো
ফোটান পরম সুখে।
চলার পথে কোনটা ভালো
কোনটা মন্দ বিশ্বে
বাছতে শেখান বন্ধুসুলভ
আদর দিয়ে শিষ্যে।
ছাত্রছাত্রীর সবুজ মনে
চেতনার বীজ বুনে
সমাজগঠন পথও দেখান
চলতে মহৎ গুণে।
পিতামাতার পরেই শিক্ষক
সবার আসল গুরু
এসো তাঁদের প্রণাম জানাই
মহান সমাজতরু।
============
আব্দুল মোক্তার
গ্রাম - হরশংকর রানিচক
পো - রামতারক হাট
থানা - তমলুক
জেলা - পূর্ব মেদিনীপুর ( প:বঙ্গ, ভারত )
পিন - ৭২১১৫১
আব্দুল মোক্তার
গ্রাম - হরশংকর রানিচক
পো - রামতারক হাট
থানা - তমলুক
জেলা - পূর্ব মেদিনীপুর ( প:বঙ্গ, ভারত )
পিন - ৭২১১৫১
Comments
Post a Comment