শিক্ষক মানে
উৎসব চন্দ্র
শিক্ষক মানে বলতে পারি
প্রকৃত শিক্ষাদাতা,
শিক্ষক মানে বাবার-মার পর
পৃথিবীর পিতামাতা।
শিক্ষক মানে কখনো কঠোর
কখনো ভালোবাসা,
শিক্ষক মানে পথের আলো
ক্রম জীবনের ভাষা।
শিক্ষক মানে মোদের সাথে
পড়া-খেলার সাথী,
শিক্ষক মানে পথের দিশা
বিশ্ব জয়ের বাতি।
শিক্ষক মানে সুখের বন্ধু
দুঃখের বন্ধু তিনি,
শিক্ষক মানে ভালোবেসে
কাছে টেনে নেন যিনি।
শিক্ষকের কাছে সবাই সমান
কেউ নয় বড়ো ছোট,
এ জীবনের গুরুজন তিনি
দেখতে না হয় খাটো।।
================
নাম: উৎসব চন্দ্র
গ্রাম : ভবানীপুর
পোস্ট : চিত্রসেনপুর
থানা : উদয়নারায়নপুর
জেলা : হাওড়া
পিন : ৭১১৪১২
Comments
Post a Comment